কুমড়ো ফুলের বড়া (kumro fuler bora recipe in Bengali):
উপাদানগুলি:
- ৪ টে কুমড়ো ফুল
- ৩ টেবিল চামচ চালের গুঁড়ো
- ১ টেবিল চামচ বেসন
- ১/২ চা চামচ কাঁচা মরিচ বাটা
- ১ চিমটি হলুদ গুঁড়ো
- স্বাদ মত নুন ও চিনি
- পরিমাণ মত তেল
রান্নার নির্দেশ:
- একটি পাত্রে চালের গুঁড়ো ও বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- এবারে চাল গুঁড়ো, বেসনের মধ্যে নুন হলুদ, চিনি ও কাঁচা মরিচ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন
- কুমড়ো ফুল ঐ ব্যাটারে এ নিয়ে গরম তেলে ভেজে নিন এবং পরিবেশন করুন গরম গরম
nice
ReplyDelete