চিংড়ি মাছের মালাইকারি

 

চিংড়ি মাছের মালাইকারি(Chingri macher malai curry recipe in Bengali):


চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। এটি এমন একটি পদ এপার বাংলা ওপার বাংলা কে একই সূত্রে গেঁথে দেয়।



উপকরণ:

  • 400 গ্রাম বাগদা চিংড়ি
  • ২ টো পেঁয়াজ কুচি করা
  • ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  • ৪-৫ টেবিল চামচ নারকোল বাটা
  • ১ টেবিল চামচ পোস্ত বাটা
  • ১ কাপ নারকেলের দুধ
  • ১ টেবিল চামচ গুঁড়ো দুধ
  • ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  • ১/২ কাপ টমেটো পিউরি
  • ১ চা চামচ গোটা জিরে
  • ১ টা শুকনো লঙ্কা গোটা
  • ১ টুকরো দারচিনি
  • ১ টি বড় এলাচ
  • ৩ টি লবঙ্গ
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো
  • স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  • পরিমাণ মত তেল ও ঘি
রান্নার নির্দেশ সমূহ:

  1. 1

    মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখুন

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন

  3. 3

    এবারে ওই একই কড়াইয়ে আর একটু তেল এবং ঘি দিন

  4. 4

    গোটা জিরে,গরম মসলা,তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন

  5. 5

    একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজুন

  6. 6

    মসলার জল শুকিয়ে এলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবং টমেটো পিউরি দিয়ে কষিয়ে নিন

  7. 7

    এবারে নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন

  8. 8

    ভেজে রাখা মাছ গুলো দিন এবং হালকা হাতে মসলা মিশিয়ে নিন

  9. 9

    নারকেলের দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন

  10. 10

    এই মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিয়ে আঁচ কমিয়ে রান্না করুন

  11. 11

    মাছ সেদ্ধ হয়ে গেলে চিনি ঘি ও গরম মসলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।






Comments